বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর

স্বাগতম - বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টলা। একদিকে অনন্ত সাগরের নীলাম্বরাশি, অপরদিকে বৃক্ষপল্লব সমাচ্ছন্ন শ্যামল পাহাড়, অফুরন্ত সৌন্দর্য্য ভান্ডারে এক প্রাকৃতিক ভূমি এ চট্টলা। ঐতিহ্যবাহী চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের সমন্বয়ে বৃহত্তর চট্টগ্রামের অধিবাসীদের নিজস্ব ইতিহাস, শিক্ষা, শিল্প, সাহিত্য-সংস্কৃতি ও মনের ভাব প্রকাশের সবচেয়ে প্রধান মাধ্যম ভাষা প্রায় একই। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের ভাষা তথা চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির অধিবাসীদের ভাষা অন্য জেলার চাইতে সম্পূর্ণ ভিন্ন। চাটগাইয়া ভাষায় কথা বলতে পারলে যেন মনের অনেক দুঃখ বেদনা লাঘন হয়, আন্তরিকতার প্রকাশ ঘটে। গাজীপুর জেলায় বৃহত্তর চট্টগ্রাম ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রামবাসী অর্থাৎ চট্টগ্রাম, কক্সবাজার , রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার অধিবাসীগণ প্রশাসনিক কর্তব্য, চাকুরী, ব্যবসা-বাণিজ্য ও পারিবারিক প্রয়োজনে বসবাস করেন। প্রিয়জন থেকে দূরে গাজীপুর জেলায় যারা বসবাস করেন, স্বজনদের দুঃখ-দুর্দশা ও বিরহ তাদের জন্য অত্যন্ত পীড়াদায়ক। তাই তাদের নিজ এলাকার জনগণকে কাছে পেলেই স্বজনদের কাছে না পাবার দুঃখও অভাব অনেকটা লাঘন হয়। এমনি এক পরিস্থিতিতে গাজীপুর জেলায় বসবাসরত চট্টগ্রামবাসীগণ গাজীপুর জেলায় নিজস্ব একটি সংগঠন সৃষ্টির প্রয়োজনীয়তার বিষয়ে ঐক্যমত প্রকাশ করেন এবং সর্বসম্মতিক্রমে ২০১০ সালে প্রতিষ্ঠিত হয় “বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর”। সে ধারা অক্ষুন্ন রেখে ২০১০ সাল থেকে আজ অব্দি “বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর” সংগঠনটি গাজীপুর জেলায় বসবাসরত সকল চট্টগ্রামবাসীর মিলনমেলায় পরিণত হয়েছে। গাজীপুরস্থ চট্টলাবাসীর সুখে-দুখে এবং আনন্দে এই সংগঠন সবসময় পাশে রয়েছে এবং সমিতির মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যহত রেখেছে।